বাম স্তম্ভ | ডান স্তম্ভ |
---|---|
1. চাপ ও উষ্ণতা স্থির | a. কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য |
2. 2 মোল NH 3 এর ভর | b. কৌণিক চ্যুতি শূন্য |
3. বস্তুর অবস্থান বক্রতা কেন্দ্রে হলে | c. 34 গ্রাম |
4. বার্লোচক্র | d. প্রতিবিম্বের অবস্থান ফোকাসে |
5. 6.022 × 10^22 সংখ্যক অনু আছে যত পরিমাণ জলে | e. J-1.K.s |
6. বস্তুর অবস্থান অসীমে হলে | f. 6.643×10^-24 g |
7. কাজ ও জলের তলে লম্ব আপাতন | g. অ্যাভোগাড্রো প্রকল্প |
8. আপাত প্রসারণ গুণাঙ্ক | h. 18 গ্রাম |
9. তাপীয় রোধের একক | i.প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থিত হবে। |
10. আলফা কণার ভর | j. তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া |
11. আলফা বিঘটন | k. হ্রাস পায় |
12. পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আয়নন শক্তি | l. সমযোজী যৌগ |
13. Al2 O3. 2H2O | m. অপরিবর্তিত নিউক্লিয়াস |
14. শ্রেণী বরাবর উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা | n. সালফিউরিক অ্যাসিড |
15. H2O | o. নিউক্লিয় সংযোজন |
16. স্পর্শ পদ্ধতি | p. বৃদ্ধি পায় |
17. 1H 2+1H 2=>2He 3+0n1 | q. ভর সংখ্যার হ্রাস |
18. ক্যালসিয়াম ক্লোরাইড | r. বক্সাইট |
19. হেবার পদ্ধতি | s. অ্যামোনিয়া |
20. গামা বিঘটন | t. পোলার দ্রাবক |
21. হেবার পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক | u. Mg |
22. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু | v. প্রতিস্থাপন বিক্রিয়া |
23. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল | w. লৌহ চূর্ণ |
24. সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্য পূর্ণ বিক্রিয়া | x. গ্রীন হাউজ গ্যাস |
25. CH4 | y. F |
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্যবিধান করো – দশম শ্রেণি ভৌত বিজ্ঞান
Share
Saniya Raisa
1)–g) অ্যাভোগাড্রো প্রকল্প
2)–c)34gm
3)–d) প্রতিবিম্বের অবস্থান ফোকাসে
4)–j) তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া
5)–h)18gm
6)–i) প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থিত হবে
7)–b) কৌণিক চ্যুতি শূন্য
8)–a) কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য
9)–e)J-¹.k.s
10)–f)6.643×10-²⁴
11)–q) ভর সংখ্যার হ্রাস
12)–p) বৃদ্ধি পায়
13)–r) বক্সাইট
14)–k) হ্রাস পায়
15)–l) সমযোজী যৌগ
16)–n) সালফিউরিক অ্যাসিড
17)–o) নিউক্লিয় সংযোজন
18)–t) পোলার দ্রাবক
19)–s) অ্যামোনিয়া
20)–m) অপরিবর্তিত নিউক্লিয়াস
21)–w) লৌহ চূর্ণ
22)–u)Mg
23)–y)F
24)–v) প্রতিস্থাপন বিক্রিয়া
25)–x) গ্রীন হাউজ গ্যাস
Aditya Mondal
1–g) অ্যাভোগাড্রো প্রকল্প
2–c)34gm
3–d) প্রতিবিম্বের অবস্থান ফোকাসে
4–j) তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া
5–h)18gm
6–i) প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থিত হবে
7–b) কৌণিক চ্যুতি শূন্য
8–a) কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য
9–e)J-¹.k.s
10–f)6.643×10-²⁴
11–q) ভর সংখ্যার হ্রাস
12–p) বৃদ্ধি পায়
13–r) বক্সাইট
14–k) হ্রাস পায়
15–l) সমযোজী যৌগ
16–n) সালফিউরিক অ্যাসিড
17–o) নিউক্লিয় সংযোজন
18–t) পোলার দ্রাবক
19–s) অ্যামোনিয়া
20–m) অপরিবর্তিত নিউক্লিয়াস
21–w) লৌহ চূর্ণ
22–u)Mg
23–y)F
24–v) প্রতিস্থাপন বিক্রিয়া
25–x) গ্রীন হাউজ গ্যাস
Puskar Sikdar
1–g) অ্যাভোগাড্রো প্রকল্প
2–c)34gm
3–d) প্রতিবিম্বের অবস্থান ফোকাসে
4–j) তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া
5–h)18gm
6–i) প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থিত হবে
7–b) কৌণিক চ্যুতি শূন্য
8–a) কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য
9–e)J-¹.k.s
10–f)6.643×10-²⁴
11–q) ভর সংখ্যার হ্রাস
12–p) বৃদ্ধি পায়
13–r) বক্সাইট
14–k) হ্রাস পায় (এটা ভুল দিয়েছে এটা বৃদ্ধি পায় হবে) আর আয়নন শক্তি তাও বৃদ্ধি হবে
15–l) সমযোজী যৌগ
16–n) সালফিউরিক অ্যাসিড
17–o) নিউক্লিয় সংযোজন
18–t) পোলার দ্রাবক
19–s) অ্যামোনিয়া
20–m) অপরিবর্তিত নিউক্লিয়াস (এতে কেবল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়)
21–w) লৌহ চূর্ণ
22–u)Mg
23–y)F(ফ্লোরিন)
24–v) প্রতিস্থাপন বিক্রিয়া
25–x) গ্রীন হাউজ গ্যাস