- ভারতের পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব লেখো।
SubhamoySuper Expert
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Saniya Raisa
ভারতের মতো বিশাল দেশের বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ও পরিবহনের মাধ্যম হিসেবে সড়কপথের গুরুত্ব অপরিসীম৷
১)গ্রামীণ উন্নতি:- ভারতের প্রায় ৬৮% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। কিন্তু বহু গ্রামাঞ্চলে এখনও রেলপথ বা অন্যান্য পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি।এইসব গ্রামাঞ্চলের সঙ্গে শহর,বাজার, শিক্ষাকেন্দ্র, শিল্পকেন্দ্রের একমাত্র যোগাযোগের মাধ্যম হল সড়কপথ।
২)পণ্য পরিবহণ:- কৃষিজ,বনজ, প্রানীজ, খনিজ প্রভৃতি সকল প্রকার পণ্য পরিবহণে সড়কপথের গুরুত্ব অপরিসীম৷
৩)শিল্পের বিকাশ:-ক্ষুদ্র থেকে বৃহৎ সকল প্রকার শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি সংগ্রহ ও শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অপরিসীম৷
৪)আমদানি- রপ্তানি:- আমদানি- রপ্তানি বানিজ্যের ক্ষেত্রে বন্দরগুলোর সঙ্গে পশ্চাদভূমির যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল সড়কপথ।
৫)অন্যান্য গুরুত্ব:- এ ছাড়া ক)শিক্ষা সংস্কৃতির প্রসার,
খ)প্রতিরক্ষা ক্ষেত্রে,
গ)দুর্গম অঞ্চলের উন্নতি,
ঘ)সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সুস্থিরতা দান প্রভৃতি ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অনস্বীকার্য।