“পরম শূন্য তাপমাত্রা”কে পরম বলার কারণ কি?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Apurba maity
Ajana question lekho jana question noy
Puskar Sikdar
Sir যেহেতু গ্রুপে message করেছেন তোমাদের নিজেদের কিছু important question দিতে, তাই আমি দিলাম যেটা স্যার suggestion এ যোগ করবেন তাই আমি আমার একটা question দিলাম আর , আমি এর answer টা ঠিক না জানলেও দিলাম , তাই আমি answer দিয়েছি
Aditya Mondal
তা ঠিক স্যার গ্রুপে বলেছেলন Important question গুলো ওয়েবসাইট এ লিখতে কিন্তু নিজের প্রশ্নের উত্তর দিতে বলেননি।
নিয়ম টা হলো যে প্রশ্নের উত্তর জানেন না সেই প্রশ্ন টা দিবেন ।
Puskar Sikdar
পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ -273°C বাস্তবে হয় না কারণ এই উষ্ণতায় পৌঁছানোর পূর্বেই যে কোন গ্যাসীয় পদার্থ তরলীভূত বা কঠিন আকার ধারণ করে। এই উষ্ণতায় পৌঁছানোয় যে কোন গ্যাস এর আয়তন এবং চাপ উভয়ই নেগেটিভ হয়ে যেতে পারে। তাই পরম তাপমাত্রা কে পরম বলা হয়।
Saniya Raisa
ব্যাপারটা কেমন হল!!!!!
আপনার প্রশ্ন আর আপনিই উত্তর দিচ্ছেন!!!!!
Puskar Sikdar
Sir এর কথা অনুযায়ী আমি দিতে বাধ্য হলাম। উত্তর টা ঠিক কি ভুল তা আমি জানি না । এবং স্যার যাতে দেখেন প্রশ্ন টা আর উত্তরটাও তাহলে আমার টা সঠিক কিনা তা জানতে পারবো। তাতে আপনার যদি কিছু মনে হয় তো আমার কিছু করার নেই।আজকে স্যার গ্রুপে message করেছিলেন তাদেখে আমি দিয়েছি। আপনাদের যদি উত্তর টা জানা থাকে তবে বলবেন।যদি ভুল করে থাকি তার জন্য দুঃখিত।