- ত্রয়ী সূত্রটি লেখ ?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Saniya Raisa
ডোবেরিনারের ত্রয়ী সূত্র:- রাসায়নিক ধর্মের মধ্যে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়।
যেমন- লিথিয়াম(Li), সোডিয়াম(Na),পটাশিয়াম(K), একই শ্রেণিভুক্ত মৌল এবং পরপর অবস্থিত।দেখা যায়, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব লিথিয়াম ওপটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের গড়। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব ৭, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব ৩৯।এদের গড়=(৭+৩৯)/২=২৩,যা সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব।
Apurba maity
ত্রয়ী সূত্র:- রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌল কে তাদের পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান হয়।
উদাহরণ :- যেমন সোডিয়ামের পারমাণবিক ভর 23 যা লিথিয়াম ও পটাশিয়াম এর পারমাণবিক ভর যথাক্রমে 7 ও 39 এর গড়ের সমান।
জার্মান বিজ্ঞানী ডোবেরাইনার 1829 খ্রিস্টাব্দে সূত্রটি আবিষ্কার করেন.