Please help me by solve the question please
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Saniya Raisa
বিংশ শতকে ভারতে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কোমাগাতামারুর যুদ্ধ।
কোমাগাতামারুর যুদ্ধ:-
১)ভারত থেকে বেশ কিছু শিখ সম্প্রদায়ের মানুষ কোমাগাতামারু নামক একটি জাহাজে করে কানাডা যাত্ৰা করলে কানাডা কতৃপক্ষ যাত্রীদের প্রবেশের ছাড়পত্র অস্বীকার করায় তাদের ফিরে যেতে হয়।
২)এরপর জাহাজটি যাত্রী সহ কলকাতার বজবজে এসে পৌঁছয়। জাহাজের যাত্রীদের এক বিশেষ ট্রেনে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তারা অসম্মত হয়।
৩)এইরূপ পরিস্থিতিতে যাত্রীদের সঙ্গে সরকারি সৈন্যবাহিনীর সংঘর্ষে বেশ কিছু শিখ নিহত হন। কোমিগাতামারুর এই ঘটনাটি ব্রিটিশ শাসন সম্পর্কে ভারতবাসীর মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে।