Super Expert

দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কূপ ও নলকূপ পদ্ধতিতে জলসেচ প্রচলিত নয় কেন?

 • 0

দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কূপ ও নলকূপ পদ্ধতিতে জলসেচ প্রচলিত নয় কেন?

1 Answer

 1. দক্ষিণ ভারত জুড়ে দাক্ষিণাত্য মালভূমির বিস্তার।এখানে কৃষিক্ষেত্রে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ প্রচলিত নয়,জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত।কারণ-
  ১)অপ্রবেশ্য শিলার উপস্থিতি:- দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ জায়গায় মাটির নীচে অপ্রবেশ্য শিলা থাকায় ভৌমজলের সঞ্চয় কম।ফলে, কূপ ও নলকূপের সাহায্যে জলসেচের প্রচলন কম।
  ২)নদীর উপস্থিতি:- এখানে সর্বত্র নদী না থাকায় এবং ভূমিভাগ কঠিন আগ্নেয় শিলাস্তর দ্বারা গঠিত হওয়ায় খাল খনন করে জলসেচ করা সহজ নয়।
  ৩)তরঙ্গায়িত ভূভাগ:- অপ্রবেশ্য শিলা গঠিত এই মালভূমির ঢেউ খেলানো ভূমিতে বহু জলাশয় সৃষ্টি হয়েছে।এই জলাশয়গুলিই এখানকার জলসেচের প্রধান উৎস।
  ৪)বৃষ্টির জলের স্বল্পতা:- তাছাড়া দাক্ষিণাত্য মালভূমির নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় সারাবছর জলসেচের জন্য প্রয়োজনীয় জল পাওয়া যায় না।
  -এসমস্ত কারণে দাক্ষিণাত্য মালভূমিঅঞ্চলে কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ প্রচলিত নয়।

  • 3

You must login to add an answer.