আদ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যাবহৃত হয় ক)গাঢ় H2SO4 খ)P2O5 গ)CAO ঘ) CaCl2
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Apurba maity
অ্যামোনিয়াম শুষ্ক করতে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড ব্যবহৃত হয় এর কারণ ক্যালসিয়াম অক্সাইড হলো ক্ষারীয় প্রকৃতির এবং অ্যামোনিয়া ও ক্ষারীয় প্রকৃতির হওয়ায় এদের মধ্যে কোন বিক্রিয়া হয় না ফলে সহজেই অ্যামোনিয়া কে শুষ্ক করা যায় কিন্তু যদি p2o5নেওয়া হয় তাহলে তা অম্লধর্মী হওয়ায় অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে . H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলেও একই ঘটনা ঘটে এবং যদি ক্যালসিয়াম ক্লোরাইড এর সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তাহলে এটি তার সঙ্গে যুত যৌগ উৎপন্ন করে ফলে অ্যামোনিয়া কে শুষ্ক করা যায় না।
Saniya Raisa
Cao
Shreya Biswas
Thank you
Saniya Raisa
Welcome
Aditya Mondal
Cao
Subhamoy
Cao