Super Expert

জীবন বিজ্ঞান

 • 2

রুইমাছের পটকা কী প্রকৃতির হয়?

10 Answers

 1. অগ্র প্রকোষ্ঠে অবস্থিত রেডগ্রন্থি বা লালগ্রন্থি গ্যাস উৎপন্ন করলে পটকা ফুলে যায় ফলে মাছের আপেক্ষিক ভর কমে যায় ও মাছ জলের উপরে ভেসে ওঠে।
  পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া নামক রক্ত জালক দ্বারা গ্যাস শোষিত হলে পটকা চুপসে যায় এবং মাছের অপেক্ষিক ভর বৃদ্ধি পায় ও মাছ জলে ডুবে যায়।

  • 2
 2. This answer was edited.

  রুই মাছের পটকা উদস্থৈতিক অঙ্গ বা ভেসে থাকার অঙ্গ হিসেবে কাজ করে। এই পটকার দুটি অংশ অগ্রপ্রকোষ্ঠ এ অবস্থিত রেড গ্রন্থি গ্যাস উৎপাদন কে মাছের দেহ হালকা হয় ও মাছ ভেসে যায়। এবং মাছের জলে গভীর এ যাওয়ার প্রয়োজন হলে পশ্চাদ অবস্থিত রেটিয়া মিরাবিলিনামক রক্তজালক সেই গ্যাস শোষণ করে নেয় ফলে দেহ হালকা হয় ও জলের গভীরে যেতে পারে।

  • 0

You must login to add an answer.