রুপোর তৈরি জিনিসের উপর সোনার প্রলেপ দিতে তড়িদ্ বিশ্লেষ্য রূপে কী ব্যাবহার করা হয় ?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Apurba maity
রুপার ওপর সোনার প্রলেপ দিতে সোনার একটা যৌগ যেমন পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহার করা হয়।
Aditya Mondal
পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2] তড়িৎবিশ্লেষ্য রুপে ব্যবহার করা হয়।
Saniya Raisa
রুপোর তৈরি জিনিসের উপর সোনার প্রলেপ দিতে তড়িৎবিশ্লেষ্য পদাৰ্থ রূপে ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইড K[Au(CN)2]-এর জলীয় দ্রবণ।