Super Expert

Bengali

 • 2

“মানুষ যেমন কাঁদে”– কে কেন কেঁদেছিল?

8 Answers

 1. উদ্ধৃতাংশ টি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্প থেকে নেওয়া হয়েছে .এখানে নদের চাঁদ বলে একটা ছেলে আছে যে নদী কে খুব ভালোবাসে এবং নদীর প্রতি তার টান ছোটবেলা থেকে .নদীর ধারে সে বড় হয়েছে ,খেলেছে এবং তার বাড়ির ধারে যে নদীটি ছিল সেটি ছিল ক্ষীণ। এক বছর অনাবৃষ্টির সময় ওই নদীর জল শুকিয়ে যাওয়ায় নদের চাঁদ এমনভাবে কেঁদেছিল যেন পরম আত্মীয় মারা গেলে যেভাবে কাঁদে সেও এভাবে কেঁদেছিল। এখানে এর দ্বারা বুঝা যায় যে তার নদী প্রতি কতটা ভালোবাসা।

  • 4
 2. মানিকবন্দ্যোপাধ্যায়ের লেখা “নদীর বিদ্রোহ” গল্পের কেন্দ্রীয় চরিত্র নদেরচাঁদ কেঁদেছিলেন।
  কাঁদার কারণ:-নদেরচাঁদের সঙ্গে নদীর আজন্ম সম্পর্ক ছিল।নদেরচাঁদের গ্রামের ক্ষীণস্রোতা নদীর প্রতি তার নিবিড় ভালোবাসা এবং অমোঘ টান ছিল।তার সেই আকর্ষণে নির্জীব নদীটি দুর্বল আত্মীয়ের মতন তার মমতা পেয়েছিল।যখন অনাবৃষ্টির জন্য ক্ষীণ নদীর জলধারা প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তখন তা দেখে নদেরচাঁদ কেঁদেছিলেন।তার এই কান্নাকে লেখক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনো পরমাত্মীয়া বিয়োগের দুঃখের সঙ্গে তুলনা করেছেন।ঐইসূত্রেই উক্তি টি করা হয়েছে।

  • 3
 3. নদেরচঁাদ কেঁদেছিল কারন সে নদীকে পঁাচ দিন দেখতে পায়নি বলে

  • 2

You must login to add an answer.