“যেখানে ছিল শহর”– শহরের জায়গায় কি থাকল?
Please answer quickly 🙏
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Aditya Mondal
পাবেলা নেরুদার লেখা অসুখি একজন কবিতার থেকে নেওয়া হয়েছে।
সেই শহরে ছিল কবিতার কথকের মিষ্টি বারান্দা সেখানে তিনি ঘুমোতেন ছিল গোলাপের গাছ কিন্তু স্পেনের গৃহযুদ্ধের অনিবার্য কারণে শহর ধংসাত্মক রূপ ধারন করেছে এইযুদ্ধর মানুষের মাধ্যমে আশ্রয়টুকু হারিয়ে ফেলেছিল। সমস্ত সমতলে ছড়িয়ে পড়ে আগুন দেবালয় এর হাত থেকে নিস্তার পায় নি আর তারা মানুষের স্বপ্ন দেখাতে পারল না। কথক নিজের শান্তিপ্রীয় আশ্রয় হারিয়ে ফেললেন বারান্দায় ঝুলন্ত বিছানা যেখানে তিনি ঘুমোতেন আর রইল না। করতলের মতো পাতা যার-সেই গোলাপ গাছ ছড়িয়ে পড়ল, কথকের স্হেনাশ্রয় ভেঙে গেল জলতরঙ্গ চূর্ণ হয়ে গেল। শহর এ ছড়িয়ে থাকল ধংসাস্তপ মৃত্যুর বিভস্য মাথা, দোমড়ানো লোহা ,ও রক্তের কালো দাগ। কিন্তু মানবতার রূপ নিয়ে সেই মেয়েটি রয়ে গেল কথকের অপেখায়। এখানে মেয়েটি বলতে কথকের মাতৃভূমি কে বোঝানো হয়েছে।