তামায় তড়িদ্ বিশোধনে কপার সালফেট দ্রবনে কোন অ্যাসিড মেশানো হয় ?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Apurba maity
কপারের তড়িৎ বিশোধন cuso4 এর দ্রবণে লঘু সালফিউরিক এসিড মেশানো হয়। এই পদ্ধতিতে প্রাপ্ত কপার প্রায় 99.99% বিশুদ্ধ হয়।এই প্রক্রিয়ায় অ্যানোডে উপস্থিত অশুদ্ধি গুলি অ্যানোড এর নিচে কাদার মতো জমা হয় ,একে বলা হয় অ্যানোড মাড ।এই অ্যানোড মাডে অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ ধাতু পাওয়া যায় যেমন সোনা, রুপা ।
Nahid class-3
কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণ :- CuSO4 জলে আয়নিত হয়ে Cu2+ এবং SO42- আয়ন উত্পন্ন করে । সুতরাং, জলীয় দ্রবণে চার প্রকার আয়ন থাকে, দুধরনের ক্যাটায়ান H+ ও Cu2+ এবং দু ধরনের অ্যানায়ন OH- ও SO42- ।
H2O⇌H++OH− ; CuSO4⇌Cu2++SO2−4
এইরূপ দ্রবণের তড়িৎবিশ্লেষণে উত্পন্ন পদার্থ, ব্যবহৃত তড়িদ্দ্বারের ওপর নির্ভর করে, যথা—
[ক] প্ল্যাটিনাম তড়িদ্দ্বার ব্যবহার করলে, ক্যাথোডে H+ আয়ন মুক্ত না হয়ে Cu2+ আয়ন মুক্ত হবে, কারণ H+ আয়ন অপেক্ষা Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি (বিজারণ বিভব বেশি) এবং অ্যানোডে SO42= আয়নImage removed. মুক্ত না হয়ে OH- আয়ন মুক্ত হবে । অর্থাৎ ক্যাথোডে ধাতব Cu এবং অ্যানোডে O2 গ্যাস উত্পন্ন হয় ।
বিক্রিয়া : ক্যাথোডে: Cu2+ + 2e → 2Cu↓
অ্যানোডে: OH- – e → [OH] ; 4[OH] = 2H2O + O2↑
[খ] কপার তড়িদ্দ্বার ব্যবহার করলে, Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে এবং ধাতব Cu ক্যাথোডে সঞ্চিত হয়ে ক্যাথোডের ওজন বৃদ্ধি করে । SO42- আয়ন অ্যানোডে যায় কিন্তু সেখানে মুক্ত হয় না । অ্যানোডের কপার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে Cu2+ আয়ন গঠন করে । SO42- উত্পন্ন Cu2+ এর সঙ্গে মিলিত হয়ে CuSO4 উত্পন্ন করে এবং দ্রবণে দ্রবীভূত হয়, কারণ ইলেকট্রন (ঋণাত্মক আধান) SO42- আয়নের চেয়ে কপার পরমাণু থেকে অধিকতর সহজে মুক্ত হয় । এই পদ্ধতিতে কপার ক্যাথোডে ধাতব কপার সঞ্চিত হয় এবং কপার অ্যানোড CuSO4 হিসাবে দ্রবণে দ্রবীভূত হয়ে কোশের দ্রবণের ঘনত্ব স্থির রাখে ।
বিক্রিয়া: CuSO4⇌Cu2++SO2−4
ক্যাথোডে: Cu2++2e⇌Cu↓
অ্যানোডে: Cu−2e⇌Cu2+;Cu2++SO2−4⇌CuSO4
এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না অ্যানোডের ও দ্রবণের কপার নিঃশেষিত হয় । অবশেষরূপে কোশে H+ আয়ন ও SO42- আয়ন অর্থাৎ, সালফিউরিক অ্যাসিড থাকে ।
Aditya Mondal
কপারের তড়িৎ বিশোধনে কপার সালফেট এর দ্রবণে গাঢ় সালফিউরিক অ্যাসিড মেশানো হয়।