Super Expert

Geography

  • 0

আদমশুমারি কত বছর অন্তর হয়?

3 Answers

  1. আদমশুমারি কথার অর্থ জনগণনা। কোন একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সংখ্যা গণনা করাকে বলা হয় জনগণনা বা আদমশুমারি। আদমশুমারি প্রতি 10 বছর অন্তর হয়। ভারতে এর আগে 2011 সালের জনগণনা হয়েছিল শেষবার। ওই সময়ে ভারতের জনগণের সংখ্যা যা ধরা পড়েছিল তা ছিল প্রায় 121 কোটি। এরপর ভারতে 2021 সালে জনগণনা হওয়ার কথা।

    • 1

You must login to add an answer.