“সিরাজ রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্মন্ধে কি ব্যবস্থা করা উচিত বলে বিবেচনা করেন”– এখানে রাজদ্রোহে লিপ্ত প্রজা টি কে ?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Apurba maity
উদ্ধৃতাংশ টি শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাটকের অন্তর্গত।
এখানে রাজদ্রোহে লিপ্ত প্রজা বলতে নবাব সিরাজউদ্দৌলার সিপাহসালার মীরজাফর এর কথা বলা হয়েছে।
Subhamoy
এখানে রাজদ্রোহে লিপ্ত প্রজা বলতে মীরজাফরের কথা বলা হয়েছে।
Aditya Mondal
বিশিষ্ট নাট্যকার শচীন সেনগুপ্তের লেখা সিরাজদৌল্লা নাটক থেকে উপরোক্ত প্রসঙ্গটি নেওয়া হয়েছে।
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের মনসদে বসার পর থেকে ১ বছরের মধ্যে নবাব বিরোধী আন্দোলনে যোগ দেন বিট্রিশ দের পাশা পাশি রাজদ্রোহে লিপ্ত হন রাজকর্মচারী এদের নবাব বিরোধী মন্ত্র দেন সিরাজের মাতৃসম মাসি ঘসেটি বেগম। রাজদ্রোহে অন্যতম ছিলেন ঘসেটি বেগমের ছেলে সিপাহসালার কথা এখানে বলা হয়েছে।