Purnima er theke amabossa er joar sokti sali keno,chitro Soho lekho ?
Geography: পূর্ণিমার থেকে অমাবস্যাতে জোয়ার বেশি শক্তিশালী হয় কেনো?
[email protected]Super Expert
Geography: পূর্ণিমার থেকে অমাবস্যাতে জোয়ার বেশি শক্তিশালী হয় কেনো?
Share
Aditya Mondal
উওর: পূর্ণিমা তিথিতে প্রতিযোগ অবস্থানে পৃথিবী ,চাঁদ সুর্যের মাঝখানে একই সরলরেখায় থাকে বলে পৃথিবীর যে অংশের সামনে চাঁদ থাকে সেথানে মুখ্য চান্দ্র জোয়ার ও সুর্যের গৌণ জোয়ার হয় এবং তাঁর প্রতিপাদ স্থানে মুখ্য সৌর জোয়ার ও চাঁদের গৌণ জোয়ার হয়, যা পূর্ণিমার ভরা জোয়ার নামে পরিচিত।
Aditya Mondal
অমবস্যা তিথিতে সংযোগ অবস্থান এ চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে এক সরলরেখায় অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে একই সঙ্গে মুখ্য চান্দ্র জোয়ার ও মুখ্য সৌর জোয়ার সংঘটিত হওয়ার পর পৃথিবীপৃষ্ঠের জলতল অতিমাত্রায় ফুলে ওঠে। তাই, অমাবস্যার জলস্ফীতির মাত্রা অনেক বেশি শক্তিশালী ও তেজি হয়।
[email protected]
Thank you, kintu amke ekta ei uttorer sathe je chitro ta ache ota dile khub valo hoe.
Mr Mondal
অমাবস্যা ও পূর্ণিমায় পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে ।পূর্ণিমার সময় পৃথিবীর একদিকে চাঁদ ও অন্যদিকে সূর্য অবস্থান করে কিন্তু অমাবস্যা তে সূর্য ও চন্দ্র পৃথিবীর এক পাশে অবস্থান করে। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণী বলের প্রবল টানে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয় তা পূর্ণিমায় ঘটা জোয়ার এর চেয়ে অধিক তীব্রতর হয়। এই জোয়ার কে ভরা কোটাল বা তেজী কোটাল বলা হয়।
Nahid class-3
আমাবর্ষা পূর্ণিমা পৃথিবী, চন্দ্র ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। পূর্ণিমার সময় পৃথিবীর একদিকে চাঁদ ও অন্য দিকে সূর্য অবস্থান করে। কিন্তু আমাবস্যা তে সূর্য ও চন্দ্র পৃথিবীর একপাশে অবস্থান করে। চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণী বলের প্রবল যে তীব্র জোয়ার সৃষ্টি হয় তা পূর্ণিমার ঘটা জোয়ারের চেয়ে অধিক তীব্রতর হয়। এই জোয়ার কে ভরা কোটাল বা তেজী কোটাল বলা হয়।
Aditya Mondal
পূর্ণিমা তিথি
Aditya Mondal
পাঠালাম