পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে?
Share
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
Sagar
এক নম্বরের প্রশ্নের ক্ষেত্রে: শীতকালে প্রবাহিত এক প্রকার বায়ু যা পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
এর ফলে পশ্চিমবঙ্গের ঝড়-বৃষ্টি হয়ে থাকে।
Aditya Mondal
শীতকালে মাঝে মাঝে দু-চারদিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরিঝিরি বৃষ্টি হয় একে পশ্চিমী ঝঞ্ঝা বলে।
উৎপওি:শীতকালে ভুমধ্যসাগর ও স্পেনের নিকটবর্তী আটলান্টিক মহাসাগরে যে মধ্য অখ্খাংশীয় যে ঘুর্ণবাতের সৃষ্টি হয় তা ক্রমশ পুর্বদিকে অগ্রসর হয়। স্থলভাগে এটি দুর্বল। কিন্তু জলভাগের ওপর প্রবল আকাব় নেয়। ফলে বায়ু পশ্চিমা বায়ু রুপে পূর্বদিকে অগ্রসর হয় এবং উওর ভারতে প্রবেশ করে পশ্চিমী ঝঞ্ঝা সৃষ্টি করে।
[email protected]
শীতকালে ভূমধ্যসাগর থেকে আসা দুর্বল ঘূর্নাবাতের প্রভাবে উওর ও উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান,জম্মু ও কাশ্মীর প্রভৃতি রাজ্যে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়।একে “পশ্চিমি ঝঞ্ঝা” বলে।
Subhamoy
Thank you friend