Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
জীবাশ্ম জ্বালানি কাকে বলে?
Puskar Sikdar
প্রাচীনকালে বিভিন্ন প্রাণীর মৃতদেহ, পড়ে যাওয়া গাছের পচন অংশ যা মাটির তলায় বহুদিন ধরে চাপা পড়ে থেকে পাললিক শিলা স্তরে থাকায় তাদের প্রস্তরীভূত দেহাবশেষ কে জীবাশ্ম বলা হয়। এই সমস্ত জীবাশ্ম থেকে প্রাকৃতিক গ্যাস সহ, কেরোসিন ,পেট্রোলিয়াম প্রভৃতি আহরণ করা হয়। এগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে।
প্রাচীনকালে বিভিন্ন প্রাণীর মৃতদেহ, পড়ে যাওয়া গাছের পচন অংশ যা মাটির তলায় বহুদিন ধরে চাপা পড়ে থেকে পাললিক শিলা স্তরে থাকায় তাদের প্রস্তরীভূত দেহাবশেষ কে জীবাশ্ম বলা হয়। এই সমস্ত জীবাশ্ম থেকে প্রাকৃতিক গ্যাস সহ, কেরোসিন ,পেট্রোলিয়াম প্রভৃতি আহরণ করা হয়। এগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে।
See lessমাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন প্রশ্ন 2021
Puskar Sikdar
1--c.1নং শ্রেণী 2--D.17 নং শ্রেণী 3--G.2 নং শ্রেণী 4--E.18 নং শ্রেণী 5--B.3 থেকে 12 নং শ্রেণী 6--F.16 নং শ্রেণী 7--A.3 নং শ্রেণী
1–c.1নং শ্রেণী
See less2–D.17 নং শ্রেণী
3–G.2 নং শ্রেণী
4–E.18 নং শ্রেণী
5–B.3 থেকে 12 নং শ্রেণী
6–F.16 নং শ্রেণী
7–A.3 নং শ্রেণী
বর্তমানে পরাগমিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস পাচ্ছে এর ব্যাখা কর?
Puskar Sikdar
বর্তমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য, এছাড়াও নানা কাজে প্রচুর পরিমাণে উদ্ভিদের নানা অংশের ব্যবহারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কৃষি জমিতে,ফুল অথবা ফলের গাছে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। যা সমস্ত পতঙ্গদের দেহের পক্ষে ক্ষতিকর, যে জন্য সেটা তাদের দেহে বিষক্রিয়Read more
বর্তমান জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানোর জন্য, এছাড়াও নানা কাজে প্রচুর পরিমাণে উদ্ভিদের নানা অংশের ব্যবহারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কৃষি জমিতে,ফুল অথবা ফলের গাছে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। যা সমস্ত পতঙ্গদের দেহের পক্ষে ক্ষতিকর, যে জন্য সেটা তাদের দেহে বিষক্রিয়া সৃষ্টি করে এমনকি মৃত্যুও ঘটায়। তাই বর্তমান পরাগ মিলনের সাহায্যকারী পতঙ্গদের সংখ্যা হ্রাস পাচ্ছে।
See lessএছাড়াও আমি আরও কয়েকটা বিষয় দিলাম –
রাস্তাঘাটে প্রচুর পরিমাণে মোবাইল টাওয়ার লাগানো যা থেকে মাইক্রোওয়েভ নির্গত হয় যা পতঙ্গের ব্যাপক ক্ষতি করে, এছাড়াও নগরায়ন এর কারণের জন্য দায়ী।