Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
আমরা চাই , যাদের জ্ঞান রয়েছে ও যাদের প্রয়োজন তাদের সাথে যোগাযোগ করাতে , বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ লোকদের একত্রিত করতে , যাতে তারা একে অপরকে আরও ভালভাবে বুঝতে পারে এবং প্রত্যেককে তাদের জ্ঞান শেয়ার করে নেয়।
একটি সমবাহু ত্রিভুজের আপাতন কোন 30° এবং নির্গমন কোন 40° হলে চ্যুতি কোণের মান কত? 10° / 20° / 30° / 40°
Puskar Sikdar
আমরা জানি, প্রিজমের চ্যুতি কোণ=i1+i2-A অঙ্কটি খাতায় করে দিলাম। উত্তর হবে 10°।
আমরা জানি, প্রিজমের চ্যুতি কোণ=i1+i2-A
See lessঅঙ্কটি খাতায় করে দিলাম। উত্তর হবে 10°।
মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়?
Puskar Sikdar
মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় অবতল দর্পণ ব্যবহার করা হয়।
মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় অবতল দর্পণ ব্যবহার করা হয়।
See lessকাচের সমান্তরাল স্ল্যাবে আপতিত রশ্মি নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত?
Puskar Sikdar
কাচের স্লাবে আলোকরশ্মি র প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ 0°। অর্থাৎ কাচের স্লাবে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির সৃষ্টি হয় না।
কাচের স্লাবে আলোকরশ্মি র প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ 0°। অর্থাৎ কাচের স্লাবে আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির সৃষ্টি হয় না।
See lessদৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী যৌগের উদাহরণ দাও।
Puskar Sikdar
দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী যৌগ হল খাদ্য লবণ যার সংকেত NaCl।(সোডিয়াম ক্লোরাইড)
দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি সমযোজী যৌগ হল খাদ্য লবণ যার সংকেত NaCl।(সোডিয়াম ক্লোরাইড)
See lessরক্তের কাজ কি?
Puskar Sikdar
আমাদের মানব দেহে এটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রক্ত (Blood)। রক্তের প্রধান ভূমিকা আমাদের দেহের সর্বত্র পরিবাহিত হয়ে হিমোগ্লোবিনের দ্বারা অক্সিজেন, গ্লুকোজ পৌঁছতে সহায়তা করে। রক্তের প্রধান তিনটি উপাদান এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলি হল- 1. লোহিত রক্তকণিকা (দেহের সর্বত্র অক্সিজেন পরিবহন করে নRead more
আমাদের মানব দেহে এটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রক্ত (Blood)। রক্তের প্রধান ভূমিকা আমাদের দেহের সর্বত্র পরিবাহিত হয়ে হিমোগ্লোবিনের দ্বারা অক্সিজেন, গ্লুকোজ পৌঁছতে সহায়তা করে। রক্তের প্রধান তিনটি উপাদান এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলি হল-
See less1. লোহিত রক্তকণিকা (দেহের সর্বত্র অক্সিজেন পরিবহন করে নিয়ে যায়)
2. শ্বেত রক্তকণিকা(দেহের অনাক্রমতা সৃষ্টিতে অর্থাৎ বহি শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে)
3. অনুচক্রিকা
যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি তা হল – বেগুনি /নীল /হলুদ /লাল
Puskar Sikdar
লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এটার কারণ জানতে চাইলে একটু বিস্তারিত বলি, আলোর বর্ণালীর মধ্যে লাল আলোর বেগ সবচেয়ে বেশি হওয়ার কারণে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেহেতু আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে।
লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
See lessএটার কারণ জানতে চাইলে একটু বিস্তারিত বলি, আলোর বর্ণালীর মধ্যে লাল আলোর বেগ সবচেয়ে বেশি হওয়ার কারণে তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যেহেতু আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সমানুপাতিক সম্পর্ক রয়েছে।
নিচের কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? লাল /বেগুনি/ নীল/ হলুদ
Sk MD Anish
লাল বর্ণের বিক্ষেপন সবচেয়ে কম হয়।
লাল বর্ণের বিক্ষেপন সবচেয়ে কম হয়।
See lessইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?
Das Pritista
ইনসুলিন হরমোন মানবদেহের অগ্ন্যাশয়ের বিটা কোন থেকে ক্ষরিত হয় ।
ইনসুলিন হরমোন মানবদেহের অগ্ন্যাশয়ের বিটা কোন থেকে ক্ষরিত হয় ।
See lessহাড় ও মাংসপেশির সংযোজক কে কি বলা হয়?
Puskar Sikdar
হাড় ও মাংসপেশির সংযোজক কে বলা হয় টেনডন। অর্থাৎ টেনডন হাড় ও মাংসপেশিকে সংযুক্ত করে রাখে।
হাড় ও মাংসপেশির সংযোজক কে বলা হয় টেনডন। অর্থাৎ টেনডন হাড় ও মাংসপেশিকে সংযুক্ত করে রাখে।
See lessকোনো খনিজ মৌলের অভাবে চোখে ফ্যাকাসে হয় কি?
Koyel Das
Vitamin B complex
Vitamin B complex
See lessকাকে কেকের দেশ বলা হয় ?
Apurba maity
স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়
স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়
See lessআবহাওয়া কাকে বলে?
Puskar Sikdar
কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট কোন দিনে তার মেঘাচ্ছন্নতা, বায়ুপ্রবাহ, উষ্ণতা প্রভৃতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল তাকেই সেই নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়া বলে।
কোন একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট কোন দিনে তার মেঘাচ্ছন্নতা, বায়ুপ্রবাহ, উষ্ণতা প্রভৃতি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল তাকেই সেই নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়া বলে।
See lessজীবাশ্ম জ্বালানি কাকে বলে?
Puskar Sikdar
প্রাচীনকালে বিভিন্ন প্রাণীর মৃতদেহ, পড়ে যাওয়া গাছের পচন অংশ যা মাটির তলায় বহুদিন ধরে চাপা পড়ে থেকে পাললিক শিলা স্তরে থাকায় তাদের প্রস্তরীভূত দেহাবশেষ কে জীবাশ্ম বলা হয়। এই সমস্ত জীবাশ্ম থেকে প্রাকৃতিক গ্যাস সহ, কেরোসিন ,পেট্রোলিয়াম প্রভৃতি আহরণ করা হয়। এগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে।
প্রাচীনকালে বিভিন্ন প্রাণীর মৃতদেহ, পড়ে যাওয়া গাছের পচন অংশ যা মাটির তলায় বহুদিন ধরে চাপা পড়ে থেকে পাললিক শিলা স্তরে থাকায় তাদের প্রস্তরীভূত দেহাবশেষ কে জীবাশ্ম বলা হয়। এই সমস্ত জীবাশ্ম থেকে প্রাকৃতিক গ্যাস সহ, কেরোসিন ,পেট্রোলিয়াম প্রভৃতি আহরণ করা হয়। এগুলিকে জীবাশ্ম জ্বালানি বলে।
See lessঅশ্রুর উপাদান গুলি লেখ।
Aditya Mondal
অশ্রু উপাদান হল লাইসোজাইম উৎসেচক, সোডিয়াম ক্লোরাইড (NaCl), সোডিয়াম বাইকার্বনেট ( NaHCO3) ইত্যাদি। এর ফলে চোখ রোগজীবাণুর আক্রমণ থেকে রক্ষা পায়। চোখে ধুলোবালি পড়লে তা ধুয়ে বের করে দেয়।
অশ্রু উপাদান হল লাইসোজাইম উৎসেচক, সোডিয়াম ক্লোরাইড (NaCl), সোডিয়াম বাইকার্বনেট ( NaHCO3) ইত্যাদি। এর ফলে চোখ রোগজীবাণুর আক্রমণ থেকে রক্ষা পায়। চোখে ধুলোবালি পড়লে তা ধুয়ে বের করে দেয়।
See lessSI তে আয়তন এর একক
Sk MD Anish
SI তে আয়তনের একক হলো ঘনমিটার। CGS এ হবে ঘনসেন্টিমিটার। 1 ঘনমিটার = 10000 ঘনসেমি।
SI তে আয়তনের একক হলো ঘনমিটার।
See lessCGS এ হবে ঘনসেন্টিমিটার।
1 ঘনমিটার = 10000 ঘনসেমি।
একান্তর প্রক্রিয়া কাকে বলে?
Puskar Sikdar
যে কোনো সমানুপাতে দ্বিতীয় এবং তৃতীয় পদ পরস্পর স্থান বিনিময় করলে যে সমানুপাত গঠিত হয়, তাকে একান্তর প্রক্রিয়া বলে। যেমন-একটি সমানুপাত a:b::c:d হলে, একান্তর প্রক্রিয়ায় এটি হবে a:c::b:d
যে কোনো সমানুপাতে দ্বিতীয় এবং তৃতীয় পদ পরস্পর স্থান বিনিময় করলে যে সমানুপাত গঠিত হয়, তাকে একান্তর প্রক্রিয়া বলে।
See lessযেমন-একটি সমানুপাত a:b::c:d হলে, একান্তর প্রক্রিয়ায় এটি হবে a:c::b:d
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন প্রশ্ন 2021
Puskar Sikdar
1--c.1নং শ্রেণী 2--D.17 নং শ্রেণী 3--G.2 নং শ্রেণী 4--E.18 নং শ্রেণী 5--B.3 থেকে 12 নং শ্রেণী 6--F.16 নং শ্রেণী 7--A.3 নং শ্রেণী
1–c.1নং শ্রেণী
See less2–D.17 নং শ্রেণী
3–G.2 নং শ্রেণী
4–E.18 নং শ্রেণী
5–B.3 থেকে 12 নং শ্রেণী
6–F.16 নং শ্রেণী
7–A.3 নং শ্রেণী
বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্যবিধান করো – দশম শ্রেণি ভৌত বিজ্ঞান
Puskar Sikdar
1--g) অ্যাভোগাড্রো প্রকল্প 2--c)34gm 3--d) প্রতিবিম্বের অবস্থান ফোকাসে 4--j) তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া 5--h)18gm 6--i) প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থিত হবে 7--b) কৌণিক চ্যুতি শূন্য 8--a) কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য 9--e)J-¹.k.s 10--f)6.643×10-²⁴ 11--q) ভর সংখ্যার হ্রাস 12--p) বৃদ্ধRead more
1–g) অ্যাভোগাড্রো প্রকল্প
See less2–c)34gm
3–d) প্রতিবিম্বের অবস্থান ফোকাসে
4–j) তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া
5–h)18gm
6–i) প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে অবস্থিত হবে
7–b) কৌণিক চ্যুতি শূন্য
8–a) কেবলমাত্র তরলের ক্ষেত্রে প্রযোজ্য
9–e)J-¹.k.s
10–f)6.643×10-²⁴
11–q) ভর সংখ্যার হ্রাস
12–p) বৃদ্ধি পায়
13–r) বক্সাইট
14–k) হ্রাস পায় (এটা ভুল দিয়েছে এটা বৃদ্ধি পায় হবে) আর আয়নন শক্তি তাও বৃদ্ধি হবে
15–l) সমযোজী যৌগ
16–n) সালফিউরিক অ্যাসিড
17–o) নিউক্লিয় সংযোজন
18–t) পোলার দ্রাবক
19–s) অ্যামোনিয়া
20–m) অপরিবর্তিত নিউক্লিয়াস (এতে কেবল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়)
21–w) লৌহ চূর্ণ
22–u)Mg
23–y)F(ফ্লোরিন)
24–v) প্রতিস্থাপন বিক্রিয়া
25–x) গ্রীন হাউজ গ্যাস
ভারতের পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব লেখো।
Saniya Raisa
ভারতের মতো বিশাল দেশের বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ও পরিবহনের মাধ্যম হিসেবে সড়কপথের গুরুত্ব অপরিসীম৷ ১)গ্রামীণ উন্নতি:- ভারতের প্রায় ৬৮% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। কিন্তু বহু গ্রামাঞ্চলে এখনও রেলপথ বা অন্যান্য পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি।এইসব গ্রামাঞ্চলের সঙ্গে শহর,বাজার, শিক্ষাকেন্দ্র, শিল্পকেন্দ্Read more
ভারতের মতো বিশাল দেশের বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ও পরিবহনের মাধ্যম হিসেবে সড়কপথের গুরুত্ব অপরিসীম৷
See less১)গ্রামীণ উন্নতি:- ভারতের প্রায় ৬৮% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে। কিন্তু বহু গ্রামাঞ্চলে এখনও রেলপথ বা অন্যান্য পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি।এইসব গ্রামাঞ্চলের সঙ্গে শহর,বাজার, শিক্ষাকেন্দ্র, শিল্পকেন্দ্রের একমাত্র যোগাযোগের মাধ্যম হল সড়কপথ।
২)পণ্য পরিবহণ:- কৃষিজ,বনজ, প্রানীজ, খনিজ প্রভৃতি সকল প্রকার পণ্য পরিবহণে সড়কপথের গুরুত্ব অপরিসীম৷
৩)শিল্পের বিকাশ:-ক্ষুদ্র থেকে বৃহৎ সকল প্রকার শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি সংগ্রহ ও শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অপরিসীম৷
৪)আমদানি- রপ্তানি:- আমদানি- রপ্তানি বানিজ্যের ক্ষেত্রে বন্দরগুলোর সঙ্গে পশ্চাদভূমির যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল সড়কপথ।
৫)অন্যান্য গুরুত্ব:- এ ছাড়া ক)শিক্ষা সংস্কৃতির প্রসার,
খ)প্রতিরক্ষা ক্ষেত্রে,
গ)দুর্গম অঞ্চলের উন্নতি,
ঘ)সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সুস্থিরতা দান প্রভৃতি ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অনস্বীকার্য।
“পরম শূন্য তাপমাত্রা” কে পরম বলার কারণ কি?
Puskar Sikdar
পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ -273°C বাস্তবে হয় না কারণ এই উষ্ণতায় পৌঁছানোর পূর্বেই যে কোন গ্যাসীয় পদার্থ তরলীভূত বা কঠিন আকার ধারণ করে। এই উষ্ণতায় পৌঁছানোয় যে কোন গ্যাস এর আয়তন এবং চাপ উভয়ই নেগেটিভ হয়ে যেতে পারে। তাই পরম তাপমাত্রা কে পরম বলা হয়।
পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ -273°C বাস্তবে হয় না কারণ এই উষ্ণতায় পৌঁছানোর পূর্বেই যে কোন গ্যাসীয় পদার্থ তরলীভূত বা কঠিন আকার ধারণ করে। এই উষ্ণতায় পৌঁছানোয় যে কোন গ্যাস এর আয়তন এবং চাপ উভয়ই নেগেটিভ হয়ে যেতে পারে। তাই পরম তাপমাত্রা কে পরম বলা হয়।
See less